নিজস্ব প্রতিবেদক: 'স্থিতিশীল নগর, অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালকাশক্তি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে সোমবার, ২ অক্টোবর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি র্যালি করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রাদক্ষিণ করে।
এর আগে টাঙ্গাইল গণপূর্ত বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ওলিউজ্জামানের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মাজেদুর রহমান, মাহফিজুর রহমান, সহকারী প্রকৌশলী বাবু কুমার বিশ্বাস প্রমুখ।