গোপালপুর প্রতিনিধি: গোপালপুরে বৈরাণ নদীতে দুই দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ২৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের বৈরাণ নদীতে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ফাইনাল বাইচ অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজারো মানুষের ঢল নামে। বাঙালি সংস্কৃতির প্রাচীনতম এ উৎসবে আনন্দে মেতে উঠেন উপভোগ করতে শিশু-কিশোর ও নারী-পুরুষরা। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
শেষ দিনে জেলার বিভিন্ন এলাকা থেকে বৃদ্ধ ও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ নৌকা বাইচ দেখতে আসেন। রঙ-বেরঙের বাহারি নৌকা, বাদ্যযন্ত্রসহ সব মিলিয়ে মির্জাপুরের বৈরাণ নদী এলাকায় বসে উৎসবের আমেজ। জেলার বিভিন্ন এলাকা থেকে সুসজ্জিত নৌকা আর রং-বেরঙের বাহারি পোশাক পড়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়। শেষ দিনে ১০টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুই দিনে মোট ২০টি নৌকা অংশ নেয়। এর আগে শুক্রবার, ২২ সেপ্টেম্বর বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
সরেজমিনে দেখা যায়, পানির মধ্যে নেমে, নদীর দু’পাড়ে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে প্রতিযোগিতা উপভোগ করছেন দর্শনার্থীরা। নৌকায় ঘুরে পরিবার পরিজনকে নিয়ে বাইচ দেখতে আনন্দে মেতে উঠে তারা। আর এ প্রতিযোগিতা উপলক্ষে নদীর পাড়ে বিভিন্ন ধরনের দোকান বসে। ফাইনাল নৌকা বাইচ প্রতিযোগিতায় সোনার মদিনা চ্যাম্পিয়ন এবং কোহাকোলা রানার্স আপ হয়। তৃতীয় হয় দিঘুলহাটা নৌকা। পরে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
আয়োজক কমিটির সভাপতি মেহেদী হাসান জুয়েলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক হিমেলুর রহমান হিমেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ প্রমুখ।
স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ও গ্রামের মানুষদের আনন্দ দিতে এ আয়োজন করা হয়েছে। আগামীতেও এমন নৌকা বাইচ প্রতিযোগিতা অব্যাহত থাকবে।