ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে গলায় রশি পেঁচানো কবির হোসেন (২৭) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার উদ্ধারের ঘটনার প্রতিবাদে নিহতের পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার চৈথট্র বটতলী এলাকায় নিহতের পরিবার ও এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। নিহত কবির উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের খাগড়াটা গ্রামের সামাদ মিয়ার ছেলে।
এ সময় উপস্থিত ছিলেন সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজাহার আলী খান, সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান ও আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, দেওলাবাড়ী ইউনিয়নের যুগ্ন আহবায়ক এখলাছুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কবির কখনো আত্মহত্যা করতে পারে না। তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। কবির হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
নিহত কবির হোসেনের স্ত্রী হালিমা বেগম জানান, তার স্বামীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, অটোভ্যান চালানোর পাশাপাশি দেলোয়ার হোসেন, সুমন মিয়াসহ আরো একজনের সঙ্গে কাঠের ব্যবসা করতেন তার স্বামী। সংসার জীবনে কবির হোসেন সাত বছর বয়সী এক ছেলে এবং তিন বছর বয়সী এক মেয়ের জনক ছিলেন।
সংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাবু বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে হত্যা করে লাশ ওইভাবে ফেলে রাখা হয়েছে। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোসেন বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত শনিবার, ১৬ সেপ্টেম্বর সকালে উপজেলার চৈথট্র বটতলী এলাকা থেকে ব্যাটারি চালিত অটোভ্যান চার্জ দেওয়ার ঘর থেকে কবিরের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।