নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব, ফুটবলার তৈরির কারিগর, টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান জামিল (জামিল বস) রবিবার, ৩ সেপ্টেম্বর দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম প্রয়াত আলী আকবর খান খোকা (কালা খোকা) এবং টাঙ্গাইল মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগমের বড় সন্তান।
দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ গুণগ্রাহী, অসংখ্য কৃতি ফুটবলার রেখে গেছেন।
তার মৃত্যুতে টাঙ্গাইলের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে টাঙ্গাইলের ফুটবলের যে অপূরণীয় ক্ষতি হলো সেটা সম্ভবত আর পূরণ হবার নয়। তার হাতে গড়া টাঙ্গাইল ফুটবল একাডেমি (টিএসএ) থেকে অসংখ্য ফুটবলার জেলা, ঢাকা লীগ ও বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে।