নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে চিকিৎসাধীন ১জন নারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তিনি হলেন দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী রোজিনা আক্তার (৩৩)।
তিনি মির্জাপুর কুমিদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার, ২৫ আগষ্ট সকালে মারা যান। তিনি বৃহস্পতিবার, ২৪ আগষ্ট সংকটজনক অবস্থায় মির্জাপুর কুমিদিনী হাসপাতালে ভর্তি হন। এনিয়ে টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৫ জন।
এদিকে, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোঃ মিনহাজ উদ্দিন মিয়া শনিবার, ২৬ আগষ্ট সকালে জানিয়েছেন, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ২২ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে এক হাজার ৪৬৫ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১ জন। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ৩২৭ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীণ আছেন ১৩৮ জন রোগী।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১০ জন, নাগরপুর উপজেলায় ৬ জন, মির্জাপুর উপজেলায় ২ জন এবং মধুপুর উপজেলা ৪ জন রয়েছেন।