নাগরপুর প্রতিনিধি: নাগরপুর উপজেলায় টাঙ্গাইল জেলা প্রশাসকের দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কায়ছারুল ইসলাম প্রথমে ২১ আগস্ট নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্মারক '৭১ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ যাদুঘর দর্শনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন।
পর্যায়ক্রমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর দর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা, সানিডেল কিন্টার গার্ডেনের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী/বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত, সুশিল সমাজ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা ও নবনির্মিত আনসার ব্যারাক (শেড) শুভ উদ্বোধন করেন।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কায়ছারুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস ছামাদ, ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান হোসাইন শাকিল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম সরোয়ার ছানা প্রমুখ।
এসময় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর জেলা প্রশাসক গয়হাটা ইউনিয়নের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এছাড়া দেওয়াকুটিয়া আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরণ এবং পারিবারিক পুষ্টিবাগানের শুভ উদ্বোধন করেন।