নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ ইব্রাহিম খলিল বলেছেন, প্রশিক্ষণের কোন বিকল্প নেই। যে যত প্রশিক্ষণ গ্রহন করবে সে তত জ্ঞান অর্জন করতে পারবে। আর এ প্রশিক্ষণকে নিজে তথা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।
তিনি শনিবার টাঙ্গাইল আনসার ও ভিডিপি’র কার্যালয়ে অস্ত্রসহ ভিডিপির ২১দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ কালে এ কথা বলেন।
তিনি বলেন, আনসার ও ভিডিপি’র সদস্য-সদস্যারা দেশের সেবায় প্রতিটা ক্ষেত্রে অংশগ্রহন করে জনকল্যাণে কাজ করে যাচ্ছে। আজ এ বাহিনীর সদস্যরা জাতীয় নির্বাচন থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠান, নিরাপত্তা ও যানজট নিরসনে সড়কে গুরুত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। তিনি প্রশিক্ষণার্থীদের দেশের সেবায় কাজ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল আনসার ও ভিডিপির সার্কেল আডজুট্যান্ট মোঃ আলমগীর হোসেন ও সদর উপজেলা কর্মকর্তা মরিয়ম আক্তার। অস্ত্রসহ ভিডিপির ২১দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ১ম ধাপে জেলার ১৩০জন ভিডিপির সদস্য অংশ নেয়।