সোলায়মান হোসেন

২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশ নিচ্ছেন সাউথ এশিয়া রেডিও ক্লাবের সোলায়মান হোসেন

জাতীয় টাঙ্গাইল টাঙ্গাইল সদর প্রবাস ফিচার সংগঠন

সময়তরঙ্গ ডেক্স: দক্ষিণ কোরিয়ার স্যামানগুমে অনুষ্ঠিতব্য ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরী-তে ইন্টারন্যাশনাল সার্ভিস টীম (প্রোগ্রাম মেটেরিয়াল প্রকিউরমেন্ট)-এ বাংলাদেশ কন্টিনজেন্ট এর সদস্য হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর টাঙ্গাইল জেলা শাখার সভাপতি, মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন স্কাউট ও টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট মোঃ সোলায়মান হোসেন।

 

আগামী শুক্রবার, ২৮ জুলাই রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সোলায়মান হোসেন। ১ থেকে ১২ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরীর এই আসরে বিশ্বের ১৫৮টি দেশের প্রায় ৪৩,২৮১ জন স্কাউট এতে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ কন্টিনজেন্ট থেকে মোট ৭১০ জন স্কাউট, রোভার স্কাউট, ইয়াং অ্যাডাল্ট ও অ্যাডাল্ট লিডার অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন যার মধ্যে ইন্টারন্যাশনাল সার্ভিস টিমের সদস্য রয়েছেন ২২০ জন। জাম্বুরীর ক্যাম্পের দৈর্ঘ্য ৮ কিলোমিটার এবং প্রস্থ ২ কিলোমিটার।

 

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ সোলায়মান হোসেন এর সাফল্যে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল, ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া এবং মহাসচিব নুর মোহাম্মদ, ক্লাবের শিশু সদস্য লাবীব ইকবাল প্রমুখ।

 

ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবাল বলেন, স্কাউটের বিশ্ব আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা অত্যন্ত সৌভাগ্যের ও গর্বের। সোলায়মানের এই সাফল্য ভবিষ্যতে ক্লাবের মুক্ত স্কাউট দলের সদস্যদের অনুপ্রাণিত করবে। ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম বলেন, যারা স্কাউটিং এর সাথে জড়িত শুধু তারা নয় স্কাউটে যুক্ত নয় তারাও এতে উদ্ধুদ্ধ হয়ে স্কাইটিংয়ে সম্পৃক্ত হবে।

 

এ প্রসঙ্গে মো. সোলায়মান হোসেন বলেন, এ ধরনের বিশ্ব আসরে বাংলাদেশের হয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে দেশের জন্য সুনাম বয়ে আনতে চাই।

সোলায়মান হোসেনকে আরো অভিনন্দন জানান, সাউথ এশিয়া রেডিও ক্লাবের চট্টগ্রাম- রাঙ্গামাটি- কুমিল্লা- টাঙ্গাইল- সিলেট- শরিয়তপুর- রাজবাড়ী- রংপুর- রাজশাহী- সিরাজগঞ্জ- পাবনা- ঠাকুরগাঁও- সাতক্ষীরা- পঞ্চগড়- নীলফামারী- নেত্রকোণা জেলা শাখা, সন্দ্বীপ- বোয়ালখালী ও রাউজান উপজেলা শাখা, মদন উপজেলা শাখা, লালমাই উপজেলা শাখা, বাকলিয়া থানা শাখা, শাহপরান শাখা, লাক্কাতুরা-হাবিব নগর ও খাঁন চা বাগান শাখার নেতৃবৃন্দ। বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা কমিশনার আবুবকর সিদ্দিক,

জেলা রোভার স্কাউটস কমিশনার মো. জামাল হোসেন, সম্পাদক মো. আব্দুল মান্নান, রোভার স্কাউট লিডার জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ মারুফুজ জামান ও মাহবুবুর রহমান এবং গ্রুপ সভাপতি মো. মোশাররফ হোসেন ও সম্পাদক আশিষ কুমার ভৌমিক, ইঞ্জিনিয়ার মো. আশরাফুল ইসলাম, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস মধুপুর উপজেলা সভাপতি শামীমা ইয়াসমীন, মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছেদ এবং স্কাউটার অলক কুমার চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, মো. সোলায়মান হোসেন এই নিয়ে তৃতীয়বার বিদেশে আন্তর্জাতিক ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পেলো। আগামী ১৪ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *