কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত দপ্তরীর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। তবে ইতিমধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত ওই দপ্তরকে বরখাস্ত করেছে।
সোমবার, ২৪ জুলাই দুপুরে পালিমা-খায়েরপাড়া সড়কের লুহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে লুহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী সজিবের বিরুদ্ধে ওই অভিযোগ এনে তার বিচারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। এতে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য শফিউদ্দিন তালুকদার, স্থানীয় শাকিল, সাজিদুল, কামরুন নাহার, আফরোজা, জহিরুল ইসলাম, পাপিয়া আরফিন হক ও সাহিদা বেগম প্রমুখ।
স্থানীয়রা জানান, গত বুধবার উপজেলার লুহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী সজিব ওই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে কাঠবাদাম খাওয়ার কথা বলে বিদ্যালয়ের ভবনের ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ও তাকে জখম করে। দপ্তরী সজীবের ভয়ে ওই শিক্ষার্থী বিষয়টি কয়েকদিন কাউকে না বলে রোববার তার পরিবারের লোকজনকে জানায়।
এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতির কাছে বিচারের দাবিতে শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ দায়ের করেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুবক্কর সিদ্দিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার অভিযোগ পেয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক দপ্তরী সজিবকে বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে কালিহাতী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম জানান, এখন পর্যন্ত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কালিহাতী থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।