নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাগণ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন 'মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডে'র পক্ষ থেকে বীরপুত্র পদোন্নতিপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ফজলুল হক বীরপ্রতীক, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীরবিক্রম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনোয়ার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী এলেন মল্লিক,
মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ও বিভিন্ন উপজেলা ইউনিটের সাবেক কমান্ডারগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান খান বিপ্লব, সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ রাশেদ খান মেনন (রাসেল)'সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, টাঙ্গাইলে জেলা প্রশাসক হিসেবে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ জসীম উদ্দীন হায়দার মাত্র ৭ মাস সফলভাবে দায়িত্ব পালনের পর রাজশাহীতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে পদোন্নতি পেয়েছেন।