সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় গুড নেইবারস্ বাংলাদেশ সখীপুর সিডিপি'র উদ্যোগে ম্যাথ ম্যাস্ট্রো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার, ১৯ জুলাই সকাল ১১ টায় উপজেলার ৮ টি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এ ম্যাথ ম্যাস্ট্রো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার ধোপারচালা উপজাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মৌশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কীর্তনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতিমা বংকী উত্তর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতিমা বংকী উত্তর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘবের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইছাদিঘীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থী ম্যাথ ম্যাস্ট্রো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এ সময় সিডিপি ম্যানেজার সাইফুল ইসলাম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান বাড়াতে আমরা এ প্রতিযোগিতার আয়োজন করেছি। এখান থেকে বাছাইকৃতদের সিডিপিতে আরো একটি প্রতিযাগিতার মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। ইতিপূর্বে (ওয়ার্ড মাস্টার) ইংরেজি বিষয়ে মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ২২০ শিক্ষার্থীর অংশগ্রহণ করেছিল।