সময়তরঙ্গ ডেস্ক: শুধু নিউইয়র্ক নয়, সমগ্র উত্তর আমেরিকা জুড়েই বনভোজনের মৌসুমে বিপুল উৎসাহ-উদ্দীপনায় প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১৬ জুলাই দিনব্যাপী বৃষ্টির মধ্যেই লং আইল্যান্ডের ওরিয়েন্ট বীচ ষ্টেট পার্কে আয়োজিত বনভোজনে তিন শতাধিক প্রবাসী টাঙ্গাইলবাসী সপরিবারে অংশ নেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন টাঙ্গাইলের কৃতি সন্তান চিত্রনায়ক অমিত হাসান আর দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাদশা বুলবুল। অতিথিদের স্বাগত জানান সংগঠনের সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আনিস ও কোষাধ্যক্ষ আব্দুর রব, বনভোজন কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি মোহাম্মদ ফরিদ খান, বনভোজন কমিটির সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক খন্দকার জাকির হোসেনসহ অন্যন্য কর্মকর্তা।
বনভোজন অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাদশা বুলবুল ছাড়াও প্রবাসী টাঙ্গাইলবাসীদের মধ্যে সামিনা খন্দকার সঙ্গীত এবং সুলতান বোখারী কবিতা আবৃতি করেন। র্যাফল ড্র পরিচালনা করেন নায়ক অমিত হাসান।
এবারের বনভোজনে টাঙ্গাইলের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বাংলাদেশ সোসাইটি ইনক’র সাবেক সহসভাপতি মুনিরুল ইসলাম, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, বিশিষ্ট রাজনীতিক খন্দকার আহেমদ শাতিল, আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সানম্যান এক্সপ্রেসের সিইও মাসুদ রানা তপন, আয়োজক সংগঠনের কর্মকর্তাদের মধ্যে ছিলেন উপদেষ্টা খন্দকার আশেক শামীম, সাবেক সভাপতি যথাক্রমে ফরহাদ তালুকদার, মোজাম্মেল হক, খন্দকার বদরুজ্জামান পিকলু প্রমুখ।
নিউইয়র্ক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী টাঙ্গাইলবাসীদের বনভোজন প্রাকৃতিক দূর্যোগের মধ্যেও মিলন মেলায় পরিণত হয়। সৌহার্দ-সম্প্রতি আর আন্তরিকতার বন্ধন বিদেশের মাটিতে আগামী দিনে আরো জোরদার হবে এমন প্রত্যাশা করেন সংগঠনের কর্মকর্তারা। রবিবার দিনভর বৃষ্টি থাকায় প্যাভেলিয়নের ভিতরেই চলে বনভোজনের কর্মকান্ড। সকালের নাস্তা, দুপুরের খাবার, সঙ্গীত আর র্যাফল ড্র’র মধ্যেই কাটে বনভোজনের আনন্দ।
অনুষ্ঠানে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত অক্রান্ত টাঙ্গাইল শহরের থানাপাড়া নিবাসী ফারহানা নার্গিসের চিকিৎসায় আর্থিক সহযোগিতায় কামনা করলে উপস্থিত অনেকেই এই আহ্বানে সাড়া দেন।
বনভোজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোহাম্মদ শরীফ শিকদার। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সুলতান বোখারী ও খালেদ মিঠু। প্রবাসী টাঙ্গাইলবাসীদের বনভোজন আয়োজনে বিশেষ সহযোগিতায় ছিলেন ডা. মুনিবুর রহমান খান, খন্দকার আশেক শামীম, মোজাম্মেল হক, খন্দকার বদরুজ্জামান পিকলু, সানোয়ার হোসেন প্রমুখ ছাড়াও সানম্যান এক্সপ্রেস।