সখীপুরে-খেলার-মাঠ-রক্ষায়-মানববন্ধন

সখীপুরে খেলার মাঠ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

খেলা ফিচার সখিপুর

সখীপুর প্রতিনিধি: সখীপুরে ঐতিহ্যবাহী খেলার মাঠ রক্ষায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি করেছে আনারকলি যুব সংঘ ও স্থানীয় এলাকাবাসী। শনিবার (১৫ জুলাই) সকাল ১১টায় সখীপুর-কালিদাস সড়কের পৌর এলাকার আনারকলি মাঠের সামনে এ কর্মসূচি পালিত হয়।

 

জানা যায়, আনারকলি মাঠ দখল করে স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে গত ৪ মাস আগে ক্ষুদ্র কুটিরশিল্প নামে একটি মেলা পরিচালিত হয়। দীর্ঘদিন ওই খেলার মাঠটি বন্ধ থাকায় অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন ফুঁসে ওঠে। স্মৃতি বিজরিত ওই মাঠে খেলাধূলার ঐতিহ্য ধরে রাখতে ১৯ জুলাই মধ্যে মাঠে পড়ে থাকা সরাঞ্জামাধি সরিয়ে নেয়ার সময় সীমা বেঁধে দিলেও তা বাস্তবায়িত হয়নি।

 

এ মাঠ দখলের সঙ্গে জড়িত স্থানীয় পৌরসভার সহিদ কাউন্সিলর, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আবু সাঈদ মিয়া ও সংরক্ষিত আসনে আরজিনা আক্তারকে এলাকায় প্রত্যাখ্যান করা হয়।

 

আনারকলি যুব সংঘের সহ-সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সিনিয়র শিক্ষক ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার শিম্মি, পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, আয়নাল হক, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাবিবুন্নবী সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর্জা শরিফ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *