নির্বাচিত সরকারের পদত্যাগের ১ দফা দাবি হাস্যকর – কৃষিমন্ত্রী

জাতীয় টাঙ্গাইল সদর ফিচার রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির একটি নির্বাচিত সরকারের পদত্যাগের ১ দফা দাবি হাস্যকর। একটি নির্বাচিত সরকার কারও দাবিতে পদত্যাগ করে না। তাই বিএনপি’সহ যেসব বিরোধী দল সরকারের পদত্যাগের দাবি করছে তা স্বপ্নই রয়ে যাবে। তিনি আরো বলেন, আমরা বাংলাদেশকে শান্ত রাখতে চাই, স্থিতিশীল রাখতে চাই।

 

শনিবার, ১৫ জুলাই সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের আয়োজনে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১ দিনে ১ লক্ষ গাছ রোপন ও বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কৃষিমন্ত্রী বলেন, বিএনপি এবং অন্যান্য বিরোধী দল যারা এসব বলছে তাদের এটি দুঃস্বপ্নে পরিণত হবে। আমি আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই এটি দুঃস্বপ্নে পরিণত হবে। একটি নির্বাচিত সরকার কোনদিনই কারো দাবিতে পদত্যাগ করবে না। ২০১৪-২০১৫ তাদের সন্ত্রাস আমরা দেখেছি। সন্ত্রাসকে এ দেশের জনগণ মোকাবেলা করেছে।

 

তিনি আরো বলেন, আগামী নির্বাচন যাতে সুন্দর সুষ্ঠু হয় এ পথে তারা আসবে এবং এই দাবিই করবে যে কীভাবে নির্বাচনটা সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায় এবং সেটি নির্বাচন কমিশন করবে এবং আমরা সকলে মিলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবো।

 

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা জানে এখানে সবকিছুই সংবিধান অনুযায়ী হবে। পবিত্র সংবিধানের বাইরে এখানে কিছুই করার নাই। তারা সুন্দর করে বলেছে তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার আমরা বুঝি না, আমরা বুঝি দেশের আইন, দেশের সংবিধান। সেটির আলোকে নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে তাদের দাবি জোড়ালো। প্রধানমন্ত্রী তাদের এই আশ্বাস দিয়েছেন যে, তার অফিস থেকে সর্বাত্বক চেষ্টা করবেন আন্তরিকভাবে দায়িত্ব পালন করে একটি ভালো নির্বাচন করার।

 

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, পৌরসভার মেয়র এস. এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *