নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল প্রেসক্লাবে দেশের অন্যতম বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এনটিভির ২০ বছর পূর্তি ও ২১ বছরে পদার্পণ উপলক্ষে প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
এনটিভি দর্শক ফোরাম, টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবুর সভাপতিত্বে এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও অনুষ্ঠান নিয়ে প্রশংসা করেন সিনিয়র সাংবাদিকরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, এনটিভির পথচলা থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আজ পর্যন্ত অবিচল রয়েছে। এনটিভি আজ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এনটিভির প্রতিষ্ঠবার্ষিকীর এ অনুষ্ঠান টাঙ্গাইলের প্রবীণ ও নবীন সাংবাদিকের এক মিলনমেলায় পরিণত করেছে। আলোচকরা এনটিভির কলাকৌশলী সাংবাদিক ও অনুষ্ঠান বিভাগের সকলকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক পূর্বাকাশ পত্রিকার সম্পাদক এডভোকেট খান মোহাম্মদ খালেদ, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ, প্রবীণ সাংবাদিক বিমান বিহারী দাস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আখতার শামীম প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনটিভির স্টাফ করেসন্ডেন্ট মহব্বত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের দপ্তর ও লাইব্রেরী সম্পাদক অরণ্য ইমতিয়াজ। পরে এনটিভির বর্ষপূর্তির কেক কাটা হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন অনলাইন ও নিউজ পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।