নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন মঙ্গলবার জেলা প্রশাসকের সভা কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ সচিব এসএম জাহাঙ্গীর হোসেন।
স্থানীয় সরকারের উপ-পরিচালক শামীম আরা রিনির সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোঃ মিনহাজ উদ্দিন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ওলিউজ্জামান, কালিহাতী সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ শরিফুল হক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এ সময় ট্রাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।