ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে একটি দলিল সম্পাদন করতে ঘুষ লেনদেনের ঘটনায় দলিলের ঘুষের টাকা ফেরত চেয়ে উকিল নোটিশ শিরোনামে সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রকাশ হওয়ার পর ভূঞাপুর সাব-রেজিস্ট্রার অফিসের দুই কর্মচারীকে শোকজ করা হয়েছে।
জানা যায়, প্রকাশিত সংবাদে ওই দুই কর্মচারীর নাম থাকায় উপজেলা সাব-রেজিস্ট্রার অঞ্জনা রানী দেবনাথ তাদের শোকজ করেছেন। তারা হলেন- ভূঞাপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহায়ক জুয়েল রানা ও নকলনবিশ সিরাজুল ইসলাম সিরাজ। ইতোমধ্যে ওই দু'জন কর্মচারী শোকজের জবাব দিয়েছেন।
এদিকে, সংবাদ প্রকাশিত হওয়ার পরই অভিযুক্ত জুয়েল অন্য জায়গায় বদলি হয়ে গেছেন। আর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নকলনবিশ সিরাজকে অফিস না করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিরাজুল ইসলাম সিরাজ বলেন, সংবাদ প্রকাশিত হওয়ার পরই আমাদের দুইজনকে কারণ দর্শানোর নোটিশ হয়েছে। এছাড়া কয়েক দিন হলো আমি ছুটিতে আছি।
এ প্রসঙ্গে ভূঞাপুর সাব রেজিস্ট্রার অঞ্জনা রানী দেবনাথ বলেন, একটি দলিল সম্পাদনের ঘটনায় সংবাদ প্রকাশ হওয়ার পরে ওই দুইজনের নাম আসায় তাদেরকে শোকজ করা হয়েছে। এছাড়া তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অফিস না করার নিদের্শ দেওয়া হয়েছে। শোকজপ্রাপ্ত জুয়েল ইতোমধ্যে অন্য জায়গায় বদলি হয়ে গেছে।