হেমায়েত হোসেন হিমু
অর্থ কেবল অনর্থ নয়
নানান খেলা খেলছে
তুলছে কাউকে অনেক উঁচুয়
কাউকে নিচে ঠেলছে।
হরেক রকম হাত-পা তার
চারদিকে সে মেলছে।
সমাজ দেশ আর ঘর পরিবার
রাখছে করে অগ্নি ভাগাড়
অসঙ্গতি সব কিছু যার
বানান স্বভাব, গড়ছে।
করছে শোষণ ধনীরা সব
দুর্বলেরে শোষণ করছে।
অর্থনীতির মারপ্যাচে সব
কেউবা হাসে কেউবা নীরব
কেউবা করে টাকার ওপর
বড়-ছোটর ব্যবধান, করছে।
আদি থেকে অদ্যাবধি
সব অনর্থটাই ঘটছে।