কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারীসহ ৩ জনকে কুপিয়ে জখম করার পর থানায় অভিযোগ দায়ের হলেও আজ পর্যন্ত কোন আসামী ধরা পরেনি; বরং আসামীরা পাল্টা হুমকি দিয়ে যাচ্ছে।
জানা যায়, গত সোমবার দুপুরে কালিহাতী উপজেলার ঘড়িয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনার সূত্রপাত ঘটে। এ ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের কালিহাতী ও টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন ঘড়িয়া মধ্যপাড়া গ্রামের আব্দুল রাজ্জাকের স্ত্রী রুপবান (৪৫),আক্তার হোসেন (৪২) ও লিটন (৩৫)।
এ ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যায় কালিহাতী থানায় ঘড়িয়া মধ্যপাড়া গ্রামের আব্দুল রাজ্জাক বাদী হয়ে ঘড়িয়া মধ্যপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে দুলাল হোসেন, মৃত ছমের আলীর ছেলে শহীদুল ইসলাম, আনোয়ার হোসেন, শহীদুল ইসলামের ছেলে বিপ্লব, আনোয়ার হোসেনের ছেলে উজ্জ্বলকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদী আব্দুল রাজ্জাক জানান, পূর্বশত্রুতার জের ধরে কথাকাটাকাটি সময় আসামিরা উত্তেজিত হয়ে দা-লোহার রড়, সাবল, লাঠিসোটা নিয়ে অতর্কিত বাড়িতে হামলা চালায়। এ সময় আব্দুল রাজ্জাকের স্ত্রী রুপবানের মাথায় আঘাত করেন। রুপবানকে বাঁচাতে গেলে আসামিরা লিটন ও আক্তারের ওপর হামলা করে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় লিটন ও আক্তারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুপবানকে আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে কালিহাতী হাসপাতালে।
কালিহাতী থানার মামলার তদন্তকারী এসআই মিন্টু চন্দ্র ঘোষ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।