নাগরপুর প্রতিনিধি: নাগরপুর অঞ্চলকে যমুনা নদীর ভাঙন থেকে রক্ষায় আগামী বছরের মধ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে এবং জরুরী ভিত্তিতে যা যা করা দরকার সেই কাজ অচিরেই শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। শুক্রবার (২ জুন) উপজেলার সলিমাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনির্ধারিত এক পথসভায় সম্প্রতি যমুনা নদীর ভাঙন নিয়ে এসব মন্তব্য করেন তিনি। এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।
যমুনা নদীর ভাঙন থেকে নাগরপুর অঞ্চল রক্ষার প্রতিশ্রুতি দিয়ে উপমন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট সকল উর্ধ্বতন কর্মকতা নিয়ে নাগরপুর উপজেলা পরিষদে বসেছিলাম। সেখানে তাৎক্ষণিকভাবে এই উপজেলাকে আগামী বছরকে সামনে রেখে জরুরী ভিত্তিতে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য যে যে কাজ দ্রুত করা দরকার আমি নির্দেশনা দিয়ে দিয়েছি, সেগুলো কাজ শুরু করবো। চৌহালী থেকে মানিকগঞ্জ পর্যন্ত নদীটা দেখলাম মরা। সেটাকে কিভাবে ড্রেজিং করে গতিপথ স্বাভাবিক রাখা যায় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু সেটা আমাদের কাছে বলেছে। আমরা চেষ্টা করবো পদক্ষেপ নিতে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান থাকলেই বাংলাদেশের মানুষের ভাগ্যের সব দিক থেকে উন্নয়ন হয়।
উপমন্ত্রী বলেন, ২০০৬ সালে বিএনপি তাদের শেষ সময়ে ৬৩ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল, যার ৮০ শতাংশই ছিল বিদেশ থেকে আনা। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে, যার ৮০ শতাংশের বেশি দেশের মানুষের টাকা। বাংলাদেশের এখন এখন নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছে।
তিনি বলেন, জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না। তারা নির্বাচন করতে জনগণের কাছেও আসবে না। বিগত দুটি নির্বাচনে দেশের মানুষ তা দেখেছে। তারা মূলত নির্বাচন করবে না, নির্বাচন নষ্ট করবে। তারা মানুষকে বাসে পুড়িয়ে মারবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের সব মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আছে। তাই আগামী নির্বাচনেও এদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে।
এ প্রসঙ্গে আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, মাননীয় উপমন্ত্রী আমাদের সাথে আছেন। তিনি আমাদের নিজে আশ্বস্ত করেছেন। ইনশা’আল্লাহ চৌহালী থেকে মানিকগঞ্জ পর্যন্ত যমুনা নদীর যে অংশ ভাঙন হচ্ছে সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য উপমন্ত্রী মহোদয় নিজে এসেছেন।
এ সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর মহাপরিচালক মো. রমজান আলী প্রামানিক, টাঙ্গাইল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) আবুর রহিম সুজন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জান, চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপুসহ জেলা ও উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং নাগরপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় সরকারি সফরে এসে পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি চৌহালী খাষপুকুরিয়া থেকে চর সলিমাবাদ পর্যন্ত যমুনা নদীর ভাঙন রোধ ও নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ উদ্বোধন করেন।