মধুপুর প্রতিনিধি: মধুপুরের গাংগাইরের গোমা বাসস্ট্যান্ড এলাকায় বিনিময় বাসের চাপায় ব্যাটারি চালিত ভ্যানের চালক এবং ভ্যানের যাত্রী স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নারী-শিশুসহ একই পরিবারের তিনজন রয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) দুপুর ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার গাংগাইর গোমা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ধনবাড়ী উপজেলার পাইস্কা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাঈনুদ্দিন (৫০), তার স্ত্রী তাহেরা বেগম (৩০), ছেলে সিয়াম (৭) এবং একই গ্রামের দরদ আলীর ছেলে ফরহাদ (৪৫)।
মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হেমাউল কবির বলেন, মধুপুর থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের সঙ্গে মধুপুরগামী অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু ঘটে।
মধুপুর থানার ওসি তদন্ত মোঃ মুরাদ হোসেন জানান, মধুপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিনিময় পরিবহনের বাসের সঙ্গে মধুপুরগামী একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাঈনুদ্দিন, তার স্ত্রী তাহেরা বেগম ও দরদ আলীর মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় মাঈনুদ্দিনের ছেলে সিয়ামকে মধুপুর হাসপাতালে নেয়া হলে সেখান তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।