নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলাধীন করটিয়া মাজার গেইট এলাকা ঢেলি করটিয়ায় একটি মুদির দোকান আগুন ধরিয়ে পুড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২৫ মে বুধবার দিবাগত রাত আনুমানিক ২.৩০ মিনিটের সময় মুদির দোকান ঘরটি আগুনে পুড়ার ঘটনা ঘটে।
জানা যায়, দোকানে থাকা মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে প্রায় ১ লক্ষ ৪৫ হাজার টাকার ক্ষতি হয়। উক্ত মুদির টিনের দোকানে আগুন দেখে স্থানীয়রা টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে খবর দিলে পরে ফায়ার ব্রিগেড এর মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ করা হয়।
মুদির দোকানের মালিক মোঃ সিদ্দিক হোসেন জানান, আমি প্রায় ৪৩ বছর যাবত অত্র থানাধীন ঢেলি করটিয়া মোড়ে মুদির দোকান করে আসছি। প্রায় একবছর পূর্বে সামাজিক বন্ধ নিয়ে আমার দোকানের সামনে মারামারি হয়। উক্ত মারামারি বিষয়টি কেন্দ্র করে মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ সাব্বির হোসেন (৩০), মৃত ইমান আলীর ছেলে দেলোয়ার হোসেন (৫০) আমার দোকন ঘরটি বন্ধ করে দেয়।
বিষয়টি করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবগত করা হলে, চেয়ারম্যান সাহেব আমাকে সাব্বির-এর সাথে পাঠাইয়া দেয় দোকান খোলার জন্য, কিন্তু সাব্বির হোসেন আমাকে দোকনঘরটি খুলতে দেয়নি। পরে বিষয়টি টাঙ্গাইল পুলিশ সুপারের নিকট আবেদন করিলে, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সদর থানার অফিসার ইনচার্জ এসে দোকান ঘরটি খুলে দেয়।
দোকান ঘরটি খোলার পর গত ৬ এপ্রিল রাতের আধারে দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ এবং দোকানের মালামাল চুরি করে নিয়ে যায়। পরে চুরির ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মোঃ সিদ্দিক হোসেন আরো বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তারা রাতের আধারে আমার মুদির দোকন ঘরে আগুন লাগিয়ে ক্ষতি সাধন করেছে। এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় আজকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।