মেহেরুন্নেছা মহিলা কলেজ

গোপালপুরে ‘মেহেরুন্নেছা মহিলা কলেজ’ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত

গোপালপুর ফিচার শিক্ষা

গোপালপুর প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে গোপালপুরে কলেজ পর্যায়ে পৌর শহরের মেহেরুন্নেছা মহিলা কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ নাজনীন সুলতানা স্বাক্ষরিত শিক্ষা সপ্তাহের ফলাফল সিটে এ তথ্য নিশ্চিত করেছেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইংরেজি বিষয়ের সহকারি অধ্যাপক আব্দুল মালেক জানান, ১৯৯৫ সালে পৌরসভার সাবেক মেয়র ও প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল কলেজটি প্রতিষ্ঠা করেন। শুরু থেকে প্রতিষ্ঠানটি নারীদের উচ্চ শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখে চলছে।

বর্তমানে এখানে একাদশ, দ্বাদশ, বিএ, বিএসএস ও অনার্স শ্রেণিতে প্রায় ১২শত ছাত্রী লেখাপড়া করছে। এই কলেজ থেকে প্রতিবছর ছাত্রীরা বোর্ড পরীক্ষায় সেরা ফলাফল করছে। এখানে শিক্ষার পরিবেশ অতি চমৎকার। পড়ালেখার পাশাপাশি এখানে প্রতি সপ্তাহে সাহিত্য ও সংস্কৃতি ক্লাসের আয়োজন করা হয়। যেখানে ছাত্রীরা তাদের নিজেদের সুপ্ত প্রতিভাকে প্রমাণ করার সুযোগ পায়। এই কলেজ থেকে পাস করে মেয়েরা ডক্টর, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন।

তিনি আরো জানান, বিভিন্ন জাতীয় দিবসগুলোতে এই কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকেন। এবার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন অত্র কলেজের গণিত বিষয়ের সহকারি অধ্যাপক নাসির উদ্দিন। যিনি ইতিমধ্যে গণিতের উপর এম ফিল শেষ করে পিএইচডি করছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেক বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে এম ফিল করছেন। কলেজের এই সফলতা ধরে রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *