নিজস্ব প্রতিবেদক: বিএনপির সহ-সভাপতি বরকত উল্লাহ বুলু বলেছেন, অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনের চেষ্টা করা হলে বিএনপি যেকোনো মূল্যে প্রতিহত করবে।
শুক্রবার বিকালে টাঙ্গাইল শহরের ব্যাপারীপাড়া শান্তিকুঞ্চ মোড় এলাকায় জনসমাবেশ তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু আরও বলেন, বাংলাদেশে যেসব উন্নয়ন হয়েছে তা জিয়াউর রহমানের পরিবারের হাতে। যখন জিয়াউর রহমানের মৃত্যুর খবর ঢাকায় আসে তখন সমস্ত মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিলেন। সেদিন ১৪ কোটি মানুষ ছিল বাংলাদেশে। সেদিন সমস্ত মানুষ জিয়াউর রহমানের জন্য দোয়া করেছেন। মুসলিম বিশ্বের ৪০টি দেশে সাত দিনের শোক পালন করা হয়েছিল।
তিনি বলেন, তারেক রহমান লন্ডন থেকে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে আমরা এ সরকারকে পতন ঘটিয়ে ছাড়ব।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।