নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সমবায় মার্কেটের সভাপতি কুদরত-ই-এলাহী খানের দুর্নীতির অভিযোগ এনে ও সমবায় সুপার মার্কেটে দোকান ফিরে পেতে সাবেক ব্যবসায়ীরা আবারও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার, ১৬ মে দুপুরে নির্মাণাধীন সমবায় মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সমবায় সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান, ব্যবসায়ী মিজানুর রহমান, দেলোয়ার হোসেন চৌধুরী, বশির আহমেদ প্রমুখ। এ সময় সমবায় সুপার মার্কেট সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কুদরত-ই-এলাহী দলীয় প্রভাব খাটিয়ে সভাপতি হয়েছেন। তারপর বেশি লাভের আশায় পুরোনো ভবন ভেঙে নতুন ভবন করে সাবেক ব্যবসায়ীদের বাদ দিয়ে নতুনদের কাছ থেকে বেশি টাকা নিয়ে দোকান বরাদ্দ দিচ্ছেন। বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা হয় এবং রায় আমাদের পক্ষে রয়েছে। তারপরও স্বঘোষিত সভাপতি কুদরত-ই-এলাহী খান নানা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। অতিসত্ত্বর দোকান ফেরতের দাবি জানান ব্যবসায়ীরা।
বক্তারা আরও বলেন, ১৯৮২ সালে ৩৫ হাজার টাকার বিনিময়ে আমরা সমবায় ব্যাংকের কাছ থেকে দোকানের পজিশন ক্রয় করি। দলিলের শর্ত ভঙ্গ করে সন্ত্রাসী কায়দায় কুদরত-ই-এলাহী মার্কেট ভাঙেন। কিন্তু মার্কেটের সভাপতি কুদরত আমাদের পুরাতন ব্যবসায়ীদের একটি দোকানও দেননি। তিনি মামলায় হারার পরও মিষ্টি বিতরণ করেন। দোকানের চিন্তায় এ পর্যন্ত ১৭ জন ব্যবসায়ী মারা গেছেন। যারা দোকান পাননি তাদের অনেকে ফুটপাতে দোকান করছেন, কেউবা রিকশা চালান, আবার কেউবা ভ্যান চালাচ্ছেন।