সখীপুর উপজেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির পরিচিতি সভা

সখীপুর উপজেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির পরিচিতি সভা

রাজনীতি সখিপুর

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলা আওয়ামী লীগ-এর নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদার এর সভাপতিত্বে পরিচিতি সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের এমপি)।

নব গঠিত কমিটির পরিচিতি সভা সঞ্চলনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়।

উল্লেখ্য, ২০২১ সালের ১৯ ডিসেম্বর উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এতে সমঝোতার ভিত্তিতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত শিকদারকে সভাপতি ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়কে সাধারণ সম্পাদক করা হয়। সম্মেলনের ১৬ মাস ৭ দিন পর সম্প্রতি ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *