নিজস্ব প্রতিবেদক: ‘আমরা সকল কাজই আন্তরিকভাবে করি’-এ প্রতিপাদ্যে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে।
সোমবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে পৌরউদ্যান থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরউদ্যানে গিয়ে শেষ হয়।
সেখানে রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের ভাইস চেয়ারম্যান জাফর আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন সোসাইটির কার্যকরি সদস্য সুভাষ চন্দ্র সাহা, রবিন্দ্র মোহন সাহা, সালাউদ্দিন হায়দার ও সেলিনা আক্তার, ইউনিট লেভেল অফিসার জিয়াউল আহসান, যুব প্রধান মো. আলামিন।
এ সময় রেড ক্রিসেন্ট টাঙ্গাইল ইউনিট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে কেক কাটা হয়।