নিজস্ব প্রতিবেদক: জাতির শ্রেষ্ঠ সন্তান অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদকে দেখতে ৭ মে, রবিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে উপস্থিত হন টাঙ্গাইলের বীরমুক্তিযোদ্ধার সন্তানরা।
‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট’এর সভাপতি বীরপুত্র হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ এর নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধার সন্তানদের একটি প্রতিনিধি দল টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ-এর স্বাস্থ্যের সর্বশেষ বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক উনার চলমান শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানান।
উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার-এর সহধর্মিণী ও বিভাগীয় কাস্টমস কর্মকর্তা এবং 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'এর সহ-সভাপতি বীরকন্যা আয়েশা আক্তারের গর্বিত পিতা।
‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বীরপুত্র ইঞ্জিনিয়ার মিজানসহ এ সময় আরো উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট' এর সহ-সভাপতি বীরপুত্র সোহেল সোহরাওয়ার্দী, যুগ্মসাধারণ সম্পাদক বীরপুত্র হাজী আসাদুজ্জামান সোয়েব, বীরপুত্র খন্দকার সজীব রহমান, মহিলা বিষয়ক সম্পাদক বীরকন্যা ফেরদৌস আরা ডায়না, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক বীরকন্যা অ্যাডভোকেট শায়লা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বীরপুত্র ডাঃ আমিনুর রহমান মিলটন প্রমুখ।