জুলহাস গায়েন: দীর্ঘ সময়ের জল্পনা কল্পনা ও নাটকীয়তার পর সখীপুর উপজেলা আওয়ামী লীগের এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল জেলা কমিটি। তবে এখানে সখীপুরের হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যের কোন নেতার নাম নেই। উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী পরিষদে কারো নাম না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যের পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা নরেশ বাবু।
এ বিষয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা নরেশ বাবু মুঠোফোনে বলেন, উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কার্যনির্বাহীর ৭১ সদস্যের কমিটিতে এই প্রথম আমাদের ঐক্য পরিষদের কোন নেতার নাম নেই। তবে নাম রাখা প্রয়োজন ছিল। এ উপজেলায় আমাদের ঐক্য পরিষদের ২০ হাজার ভোট রয়েছে। ধর্মের বৈষম্যের কারণে হয়তো ঐক্য পরিষদের কোন নেতা নাম রাখা হয়নি, কিন্তু আমরা আওয়ামী লীগ করি এটা বুঝা উচিত ছিল।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার বলেন, ইতিপূর্বে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতার নাম উপজেলা কার্যনির্বাহী কমিটিতে রাখা হতো। এবারো নাম দেওয়া হয়েছিল জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক নামটি ছাটাই করেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম মুঠোফোনে বলেন, প্রয়োজনে উপজেলা কমিটির উপদেষ্টাবৃন্দ সংশোধন করতে পারবেন।