সখীপুর প্রতিনিধি: সখীপুরে মাদক প্রতিরোধে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার প্রতিমা বংকী গ্রামবাসী। শনিবার বিকেল ৬টার দিকে উপজেলার প্রতিমা বংকী মাদ্রাসাপাড়া জামে মসজিদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রামে অবস্থিত মাদকাসক্ত নিরাময় কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ারও আহ্বান জানান এলাকাবাসী।
সভায় সাবেক ইউপি সদস্য আবদুল কদ্দুসের সভাপতিত্বে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ, অধ্যক্ষ আবুল খায়ের গুলজারি, পরিসংখ্যান কর্মকর্তা জয়নুল আবেদীন, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সদস্য লাল মিয়া, প্রভাষক আবদুস সালাম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাসমত আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য দেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি এলাকায় ব্যাপকভাবে মাদকের প্রভাব ছড়িয়ে পড়েছে। এতে চুরি, ছিনতাই, যৌন হয়রানি ও বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। এ ছাড়া মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অনুমতিক্রমে প্রতিরোধ কমিটি গঠন করা হবে।