টাঙ্গাইল প্রতিনিধি: 'দুনিয়ার মজদুর এক হও, এক হও' এই স্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলে মহান মে দিবস পাল্টাপাল্টি র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যােগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
সমাবেশে সংসদ সদস্য ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোটমনির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান,সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য মামুনুর রশীদ মামুন, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়া। এ সময় বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দ ও তাদের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।
এছাড়া, স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘পৌর এলাকার সর্বস্তরের শ্রমিকবৃন্দ’ ব্যানারে আয়োজিত সমাবেশে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এস এম সিরাজুল হক আলমগীর বক্তব্য দেন। সমাবেশে জেলা আওয়ামী লীগের বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, ক্রীড়া সম্পাদক মির্জা মঈনুল হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ ছাড়া, শ্রমিক লীগের সহসভাপতি আব্বাস আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদের নেতৃত্বে তাঁদের অনুসারীরা অংশ নেন। মেয়রের সঙ্গে কয়েকজন পৌর কাউন্সিলরও সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীরের নেতৃত্বে মে দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। এই বিষয়টি নিয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এ প্রসঙ্গে পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর বলেন, ‘এটা দলের কোনো কর্মসূচি না। শ্রমিকেরা এ কর্মসূচির আয়োজন করেছিল। দীর্ঘদিনের অবহেলিত, নির্যাতিত–বঞ্চিত শ্রমিকেরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের সম্মান জানিয়ে আমন্ত্রণ করেছিলেন। আমরা তাঁদের আমন্ত্রণে সাড়া দিয়েছি।’ শ্রমিক ফেডারেশনের কর্মসূচিতে তাঁদের যথাযথ সম্মান দিয়ে কার্ডে নাম রাখা হয়নি এবং দলীয় কোনো নেতা তাঁকে ফোন করেননি বলেও জানান।
এ ব্যাপারে সংসদ সদস্য তানভীর হাসান বলেন, 'শান্ত টাঙ্গাইলকে অশান্ত করতে আজ পৃথকভাবে একটি সমাবেশ আয়োজন করা হয়েছিল। সেটা কোনো শ্রমিক সমাবেশ ছিল না। সেটা ছিল সন্ত্রাসী সমাবেশ। এর মধ্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে একটি মহল।'
এ বিষয়ে একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক বক্তব্যে বলেন, টাঙ্গাইল পৌর উদ্যানে অনুষ্ঠিত সমাবেশটিই গ্রহণযোগ্য। এখানে সরকারি কর্মকর্তাসহ সকল শ্রমিক নেতাই অনুষ্ঠানে যোগদান করেছেন। এ সময় বিক্ষিপ্তভাবে শহরের প্রাণকেন্দ্রে আরেকটি র্যালি বা সমাবেশ কোনভাবেই কাম্য নয়।