নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে অসহায় দুস্থদের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ‘আর্ত মানবতার পাশে আমরা বীরের সন্তান’ এ স্লোগানে সমাজের অভাবগ্রস্ত ও নিম্নআয়ের অসহায় মানুষের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে পাশে থাকার উদ্যোগ নেয় সংগঠনটি।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) পৌর শহরের ভিক্টোরিয়া রোড সংলগ্ন বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট কার্যালয়ে বিতরণ কার্যক্রম চালানো হয়। এ সময় শতাধিক দুস্থ পরিবারের মধ্যে পোলাওয়ের চাল, তেল, দুধ, চিনি, লাচ্ছা সেমাই ও ভার্মিচিলি সেমাই জাতীয় ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আজিজুর রহমান। টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি হাজী মুহা. সাজ্জাদুর রহমান খোশনবীশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিয়াদ সিদ্দিক সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মিজান, জেলা শাখার সহ-সভাপতি মোকাম্মেল হক খান রিচার্ড, সোহেল সরোয়ার্দী, মুহাম্মদ শাহীন আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত রহমান, খন্দকার সজীব রহমান, অর্থ সম্পাদক শাহ আলম মিঞা লিটু, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা ডায়না, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়লা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. আমিনুর রহমান মিলটন, শ্রম বিষয়ক সম্পাদক মামুন মিয়া, টাঙ্গাইল শহর শাখার যুগ্ম আহ্বায়ক মো. ইমদাদুল হক ও কাজী নুসরাত ইয়াসমিনসহ টাঙ্গাইল জেলার বীর মুক্তিযোদ্ধার সন্তান।