নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ইজিবাইকচালক জুলহাস মিয়া হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৯ এপ্রিল) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আটোরিকশা-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আটোরিকশা-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মিয়া, সাধারণ সম্পাদক লুৎফুল কবির, সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন উল্লাস, নিহত জুলহাস মিয়ার স্ত্রী শিল্পী বেগম, মেয়ে জুলিয়া আক্তার, বোন রেজিয়া বেগম, বাগনে সবুজ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৪ মার্চ মঙ্গলবার দিনগত রাতে টাঙ্গাইল জেলা আটোরিকশা-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সদস্য অটোচালক জুলহাস মিয়াকে বাসাইল থানার কুমারজানী এলাকায় যাত্রীবেশে দুর্বৃত্তরা হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায়।
জেলা আটোরিকশা-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতির বক্তব্যে বলেন, অবিলম্বে অটোচালক জুলহাস মিয়া হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি করছি। জনস্বার্থে রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানাই। আটোরিকশা চালকদের হত্যা ও ছিনতাইয়ের মতো ঘটনা থেকে রক্ষার জন্য অটোচালকদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।