টাঙ্গাইলে আউটলেট চালু করল আড়ং

টাঙ্গাইল সদর লাইফ স্টাইল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের শহরের বড় কালীবাড়ি সড়কের সিটি সেন্টারে নিজেদের আউটলেট চালু করেছে দেশের অন্যতম বৃহত্তম লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং। শনিবার এই আউটলেটটির উদ্বোধন করা হয়। এটা দেশে আড়ংয়ের ২৮তম আউটলেট।

টাঙ্গাইল আউটলেটের উদ্বোধন করেন আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার আশরাফুল আলম। এ সময় ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় আশরাফুল আলম বলেন, সংস্কৃতি, ঐতিহ্য ও নানা কারুশিল্পে সমৃদ্ধ টাঙ্গাইলে আড়ংয়ের এই আউটলেট চালু করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা আশা করি, নতুন আউটলেট শহরের বাসিন্দাদের কেনাকাটার অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠবে। অত্যাধুনিক নির্মাণশৈলীর ১৪ হাজার ৯৮ বর্গফুটের এই আউটলেটে নারী-পুরুষ ও শিশুদের পোশাক, গৃহসজ্জা সামগ্রী, গয়নাসহ আড়ংয়ের সাব-ব্র্যান্ড তাগা, তাগা ম্যান এবং আড়ং আর্থ–এর পণ্য পাওয়া যাবে।

উল্লেখ্য, আড়ং বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর একটি সামাজিক উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *