দেলদুয়ারে প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর পেলেন ১০২জন!

দেলদুয়ার পরিবেশ

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ারে ১০২ ভূমিহীন ও গৃহহীন পরিবার আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সেমি পাকা ঘর পেয়েছেন। অসহায় পরিবারগুলো মাথা গুঁজার ঠাই হিসেবে বাসস্থান পেয়ে ভীষণ খুশি। আশ্রয়হীন মানুষগুলো ২কক্ষ বিশিষ্ট বাসস্থান পেয়ে আনন্দিত ও উচ্ছ্বাসিত। ইতিপূর্বে তাদের কেউ কেউ পরের জায়গায় পলিথিনের ছাউনির নিচে, কেউবা ঝুপড়ি ঘরে করে বসবাস করে আসছিলেন আবার কেউ কেউ অন্যের বাড়িতে আশ্রিত ছিলেন।

পাথরাইল ইউনিয়নের বড়টিয়া গ্রামে নির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘরে আশ্রয় পেয়ে জোহরা বেগম তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমাদের বাড়ী ঘর ছিলো না। পরের বাড়ী থাকতাম। বহু কষ্টে দিন কেটেছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘর পেয়ে আমরা ভাল আছি। মাথা গোজার ঠাই হয়েছে। একই সুরে কোরবান আলী বলেন, প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে আল্লাহর রহমতে আমরা সুখে আছি। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী জানান, উপজেলার ৮টি ইউনিয়নের তালিকাভূক্ত ১০২ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সেমি পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের ঘরের চাবি বুঝিয়ে দেয়া হয়েছে। তিনি আরও জানান, প্রথম পর্যায়ে আটিয়া ইউনিয়নের চালাটিয়া মৌজায় ও এলাসিন ইউনিয়নের পাছ এলাসিন মৌজায় ২০টি, দ্বিতীয় পর্যায়ে পাথরাইল ইউনিয়নের বড়টিয়া মৌজায় এবং লাউহাটী ইউনিয়নের লাউহাটী মৌজায় ২৫টি, ৩য় পর্যায়ে পাথরাইল ইউনিয়নের বড়টিয়া মৌজায় এবং লাউহাটী ইউনিয়নের দাড়িয়াপুর মৌজায় ৫০টি, চতুর্থ পর্যায়ে লাউহাটী ইউনিয়নের দারিয়াপুর মৌজায় আরও ৫টি পরিবারকে আশ্রয়ণ কেন্দ্রে পূনর্বাসন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *