নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জনপ্রিয় মাল্টিমিডিয়ার অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কমের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি দুপুর ১২টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) মো. খায়রুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল ইসলাম আলমগীর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মির্জা শাকিল।
এদিকে জেলা প্রশাসক (ডিসি) জসীম উদ্দিন হায়দার-এর পক্ষ থেকে ঢাকাপোস্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি অভিজিৎ ঘোষের হাতে কেক ও ফুলের তোড়া তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো. ওলিউজ্জামান।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান বলেন, অনলাইন নিউজগুলোর একটি সুবিধা আছে তারা দ্রুত সময়ের মধ্যে সকলের কাছে নিউজগুলো পৌঁছে দিতে পারে এবং ঢাকাপোস্ট সেটি করছে। মানুষও খুব দ্রুত নিউজ চায়। আমরাও সঠিক খবরগুলো সাথে সাথে পেয়ে যাই এজন্য ঢাকাপোস্টকে ধন্যবাদ জানাই। ঢাকাপোস্টের এই যাত্রা শুভ হোক সফল হোক সামনের দিনগুলো আরো ভাল যাক এবং আমাদের সাথে সব সময় থাকবে এই প্রত্যাশা করি।
টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল ইসলাম আলমগীর বলেন, পত্রিকায় খবর প্রকাশের আগেই আমরা অনলাইনে খবর পেয়ে যাই। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটালাইজড বাংলাদেশ গড়ার জন্যে যে পরিশ্রম করে গেছেন তারই ফসল হচ্ছে আজকে সকলের কাছে তাৎক্ষণিক সংবাদ প্রবাহকে পৌঁছে দিয়ে তথ্য সমৃদ্ধি একটি উৎকৃষ্টতার মাধ্যম। সেই কাজটি যথাযথভাবে ঢাকাপোস্ট দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের যে উন্নয়নের কর্মধারা এবং দেশ যে আজকে এগিয়ে যাচ্ছে সেই কর্মসূচিকে মানুষের মধ্যে পৌঁছে দেয়ার কাজটি করছে ঢাকাপোস্ট। ঢাকা পোস্টের এই অগ্রযাত্রাকে সাধুবাদ জানাই।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের প্রতিনিধি কাজী রিপন, মাইটিভির প্রতিনিধি মির্জা মাসুম রুবল, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি, মামুনুর রহমান, এশিয়ান টেলিভিশনের শফিকুজ্জামান মোস্তফা, জিটিভির মহিউদ্দিন সুমন, দৈনিক টাঙ্গাইল প্রতিদিনের প্রকাশক মোস্তাক আহমেদ, দৈনিক যুগধারার সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।