১ ফেব্রুয়ারি শামসুল হক তোরণে ভাষা সৈনিক শামসুল হকের প্রতিকৃতিতে ৭০ বছর পর এই প্রথম তাঁর কন্যা হারভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. শাহিন ফাতেমা দিল, নাসার অ্যাস্ট্রোফিজিসিয়েস্ট ড. শায়েকা দিল ভার্টিলেক তাদের আত্মীয়স্বজনসহ পুষ্পস্তবক অর্পণ করেন।